শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, মে ২০, ২০২৪

বাগেরহাটের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা আছে নির্বাচন কমিশনের (ইসি)। এর মধ্যেও কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এলে তা খতিয়ে দেখে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাগেরহাটের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। তারা হলেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

সোমবার (২০ মে) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে খুলনা রেঞ্জের ডিআইজিকে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা পুলিশ রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সেই সঙ্গে নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত কর্মকর্তাদ্বয়ের পরবর্তী কোনো কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি এবং ডিবির ওসির দায়িত্ব প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
0 Comments